হোম > ছাপা সংস্করণ

টেস্ট খেলতে জ্যোতিদের আরও ২ বছরের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দারুণ জয় দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরু করেও সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবু দক্ষিণ আফ্রিকা সফরে প্রাপ্তির খাতাটা যথেষ্ট উজ্জ্বল নিগার সুলতানা জ্যোতিদের। দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কীর্তি গড়ে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা।

সব মিলিয়ে অসাধারণ একটা বছরই পার করেছে জ্যোতির দল। নিজেদের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ সমতায় শেষ করা, এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়। তবে আপাতত মাস দুয়েক কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই মেয়েদের। 

বিসিবি সূত্রে জানা গেছে, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী বছরের মার্চে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সব ম্যাচই হবে ঢাকার বাইরে। এপ্রিলের পরে শুরু হবে মেয়েদের প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টেস্ট মর্যাদা পাওয়ার প্রায় তিন বছর হতে চলল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে ক্রিকেটের অভিজাত সংস্করণে এখনো অভিষেক হয়নি তাদের। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটই চালু হয়েছে গত মৌসুম থেকে। সেটিও ছিল দুই দিনের ম্যাচ। বিসিবি অবশ্য জানিয়েছে, টেস্ট ম্যাচের যে চরিত্র, সেই ধরন বুঝতে টেস্ট খেলার সিদ্ধান্ত একটু রয়েসয়েই নিতে চায় তারা। 

নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, টেস্ট খেলার অভ্যাস তৈরিতে গত মৌসুমে হওয়া ২ দিনের ম্যাচ এবার তাঁরা নেবেন ৩ দিনে। নিজের নির্বাচনী ব্যস্ততার ফাঁকে গতকাল আজকের পত্রিকাকে নাদেল বলেছেন, ‘টেস্ট মর্যাদা পাওয়ার পরের বছরই আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে নিয়ে এসেছি ক্যালেন্ডারে। আগামী মৌসুমে এটা ৩ দিনের ম্যাচ হবে।’

ম্যাচের দৈর্ঘ্য ১ দিন বাড়ালেও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের জন্য দলের সংখ্যা আগের মতোই ৩টি থাকছে। বিসিবি প্রথম শ্রেণির ক্রিকেটে অন্তত দুই-তিনটা মৌসুম দেখতে চায়। টেস্ট খেলতে আরও অন্তত ২ বছর অপেক্ষা করতে চায় বিসিবি। নাদেল বলছেন, ‘মেয়েদের ক্রিকেটটা ৪ দিনের, ৪ দিন টিকে থাকার মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে হবে, টেস্টের মেজাজটা বুঝতে হবে। ওই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আমাদের আরও এক-দুই বছর অপেক্ষা করতে হবে।’

মেয়েদের বিসিএলে তিনটা দলে খেলবে ৪৫ জন খেলোয়াড়। বিসিবির লক্ষ্য, এই টুর্নামেন্ট দিয়ে অন্তত ১৫ জন টেস্ট খেলোয়াড় বের করে আনা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন