বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলাকে দেশের প্রথম শতভাগ করোনার টিকা গ্রহণকারী উপজেলা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ম বেতাগা দিবস অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এই ঘোষণা দেন।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক মনজুরুল মুরশিদ, বাগেরহাট জেল প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা শাহানাজ পারভীন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখের সভাপতিত্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ ৮ম বেতাগা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটকে শতভাগ টিকা গ্রহণকারী উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ফকিরহাটবাসীকে ধন্যবাদ জানান তিনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস বলেন, ফকিরহাটে টিকা নেওয়ার যোগ্যতাসম্পন্ন ১ লাখ ২৬ হাজার লোক রয়েছেন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হয়েছেন। বাকি ৬ হাজার লোক উপজেলার বাইরে রয়েছেন।