হোম > ছাপা সংস্করণ

বিচারকের আসনে শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজনে বিচারকের আসনে বসবেন এ অভিনেত্রী। 

হা শোর নতুন সিজনে শবনম ফারিয়ার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন চিত্রনায়ক আমিন খান ও অভিনেতা তুষার খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে আবু হেনা রনিকে।  শবনম ফারিয়া। ছবি: সংগৃহীতপ্রথমবার হলেও নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। শবনম ফারিয়া বলেন, ‘নতুন কিছু করতে সব সময়ই ভালো লাগে। সেই ভাবনা থেকে হা শোর সঙ্গে যুক্ত হওয়া। আশা করছি, জমজমাট এক আসর হবে। এ ছাড়া দুজন গুণী অভিনেতার সঙ্গে বিচারকের কাজ করার সুযোগ পাচ্ছি, এটাও আনন্দের।’

শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত

রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে মূল পর্বের রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। এনটিভির স্টুডিওতে চলছে পর্বগুলো রেকর্ডিংয়ের কাজ। পর্যায়ক্রমে নির্বাচিত ছয়জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা। প্রথম রানার-আপ পাবেন ৩ লাখ টাকা। এ ছাড়া সেকেন্ড রানার-আপের জন্য থাকছে ২ লাখ টাকা। শিগগিরই এনটিভিতে শুরু হবে হা শোর সপ্তম সিজনের প্রচার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন