সিলেট সংবাদদাতা
জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ কেন্দ্রীয় নেতা আজ সিলেটে আসছেন। সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশ নিতে তাঁরা সিলেটে আসছেন। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী।
তিনি জানান, মহাসচিবের সঙ্গে আরও আসছেন বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
মিফতাহ্ সিদ্দিকী আরও জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে আজ (শনিবার) বেলা ২টায় রেজিস্টারি মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এই চার নেতা উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন সিলেট বিভাগীয় উদ্যাপন কমিটির আহ্বায়ক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।