রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে এ টিকার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, রামগতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ হাজার ২ জন পরীক্ষার্থীকে এ টিকা দেওয়া হবে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।