হোম > ছাপা সংস্করণ

১৫৮টি বিদ্যালয় ও ৭৯ সড়ক ক্ষতিগ্রস্ত

জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রায় ১০০টি গ্রামে বন্যার পানি হানা দিয়েছে। যোগাযোগ, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ সব ক্ষেত্রেই বন্যার মারাত্মক প্রভাব পড়েছে। বন্যার পানি কমতে শুরু করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বন্যায় উপজেলার ১৫৮টি বিদ্যালয় ও ৭৯টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জান গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, বন্যায় ১২০টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাঝে ৫৫টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১১টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম জানান, এ ছাড়া ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বন্যার পানি ঢুকেছে। সাতটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। অনেক শিক্ষক-শিক্ষার্থীর বসতঘরে পানি উঠেছে। শিক্ষার্থীদের বইখাতা বন্যার পানিতে নষ্ট হয়েছে।

মৎস্য খাতে ক্ষতির বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী বলেন, বন্যায় ৬ হাজার ৩৫০টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। পুকুরের পাড়সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৬ কোটি ২২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকৌশলী মনছুর আলম বলেন, ৭৯টি রাস্তা মারাত্মক বিধ্বস্ত হয়েছে। একাধিক নির্মাণাধীন নতুন রাস্তারও ক্ষতি হয়েছে। বেশির ভাগ রাস্তার উপরি অংশের পিচ উঠে গেছে। তৈরি হয়েছে গর্ত। এ ছাড়া কিছু রাস্তা মারাত্মক বিধ্বস্ত হয়েছে।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শেখ ফরিদ জানান, বন্যায় ২৪৫ হেক্টরে আউশের বীজতলা, ২৮৫ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি পানিতে নিমজ্জিত হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল বলেন, ১০০ টন চালের চাহিদার বিপরীতে ৬২ মেট্রিকটন বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া বন্যা দুর্গতদের মধ্যে ১ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন