হোম > ছাপা সংস্করণ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্র হত্যা বন্ধুসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসান (১৬) হত্যার অভিযোগে বন্ধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদির দুই বন্ধু আরমান ও গালিব এবং আরমানের দাদা আকবর আলম। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। মেহেদির বাবা আবদুল মালেক বৃহস্পতিবার বিকেলে সদর থানায় চারজনের নামে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, আরমান ও গালিব হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা নিচ্ছে। আকবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাঁদের রিমান্ড চাওয়া হবে। এ মামলার অপর আসামি জুয়েল ইসলাম পলাতক। তিনি আরমানের বাবা।

ওসি তানভিরুল ইসলাম বলেন, স্কুলছাত্র হত্যার বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

মামলা সূত্রে জানা যায়, মেহেদিকে গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী গালিব বাসা থেকে ডেকে নিয়ে যায়। পথে আরমান ও তার বাবা জুয়েল মিলে মেহেদিকে নিয়ে দুরামারিতে চা খেতে যান। পরে আকবর তাদের সঙ্গে যোগ দিয়ে মেহেদিকে কুপিয়ে আহত করে। 

একপর্যায়ে মেহেদির মৃত্যু হয়।

এদিকে, মেহেদি হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন