আজকের পত্রিকা ডেস্ক
কুমিল্লা ও নোয়াখালীতে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করা পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা তেল সাধারণ মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়। এ সময় চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার জরিমানা করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করা তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, অভিযানে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানির বাড়ি থেকে এই তেল জব্দ করা হয়। ৫ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কিনে ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন বলে জানিয়েছে ভোক্তা অধিকার। কামরুল হাসান স্টোরের স্বত্বাধিকারী কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নোয়াখালী: ভোজ্যতেলের বাজার তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখা। এ সময় বেশি মূল্যে সয়াবিন তেল বাজারে বিক্রির জন্য মজুত করা ২ হাজার ৩৫০ লিটার তেল জব্দ করা হয়। এ ঘটনায় এন এস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা তেল সাধারণ ক্রেতারা সুলভ মূল্যে কেনেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।
ভোক্তা অধিকার অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চৌমুহনীর কালীতলা রোড এবং ডিবি রোড এলাকার দুটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।