পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শতভাগ রোভার স্কাউট জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে গতকাল শনিবার পঞ্চগড় এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রোভার স্কাউট এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা রোভারের কমিশনার ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও মাদক নির্মূল করা সম্ভব হবে। এই শপথের মধ্য দিয়ে রোভাররা আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে পঞ্চগড় পৌর এলাকার কলেজ ও কলেজ সমমানের সাতটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দীক্ষা নেন। পরে রোভারদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।