রানা আব্বাস, দিল্লি থেকে
ম্যাচ যদি খেলতেই হয়, হোটেলে বসে থেকে লাভ নেই। সন্ধ্যায় বাংলাদেশ দল তাই অরুণ জেটলি স্টেডিয়ামে চলে এল অনুশীলন করতে। মোস্তাফিজুর রহমান ও লিটন দাস বাদে দলের সবাইকে দেখা গেল অনুশীলনে। কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য অনুশীলনে ছিলেন মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের অবশ্য মাস্ক পরে অনুশীলন করা কঠিন। তাঁরা স্বাভাবিকভাবেই ঝালিয়ে নিয়েছেন। তবে তিন ঘণ্টার জায়গায় বাংলাদেশ দুই ঘণ্টার মধ্যেই অনুশীলন শেষ করেছে। রানিং-ফিল্ডিং কিছুই করেনি।
বিকেলের দিকে দিল্লির বাতাসের মান সকালের তুলনায় কিছুটা উন্নত হয়। তবু কাল সন্ধ্যায় স্টেডিয়ামে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শতভাগ পরিষ্কার দেখা যাচ্ছিল না। শীতের সময় কুয়াশা পড়লে যেমন চারদিকে কিছুই পরিষ্কার দেখা যায় না, দিল্লির পরিবেশও এখন তা-ই। কুয়াশার মতো দেখালেও এটি আসলে ধোঁয়া। দূষণে দিল্লিতে চলছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।
এমনিতেই দিল্লির বাতাস পৃথিবীর মধ্যেই সবচেয়ে দূষিত। বছরের এ সময়ে আশপাশের রাজ্য পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে কৃষকেরা ফসল কেটে ফেলার পর খড় পুড়িয়ে ফেলেন। সেই খড় পোড়ানোর ধোঁয়া দিল্লিকে আরও ধোঁয়াচ্ছন্ন করে ফেলে। ধোঁয়ার মানদণ্ড মাপা হয় যে একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাধ্যমে, তাতে জানা যায়, দিল্লির পরিবেশ এখন ‘বিপজ্জনক’, এই পরিবেশ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির। পরিবেশগত এই হুমকির মধ্যেই কাল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। কীভাবে এই পরিবেশে ভালো খেলা যাবে, তা নিয়েই চিন্তায় দুই দল। যদি বল ভালো না দেখা যায়, পুরো মাঠ পরিষ্কার না দেখা যায়, পারফরম্যান্সে সেটির প্রভাব পড়তে বাধ্য।
সেই চার ম্যাচের দুটিতে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ৪০০ রানের স্কোর গড়েছে। দিল্লির মাঠ কতটা রানপ্রসবা, এতেই পরিষ্কার। তবে গত কিছুদিনের ধোঁয়াচ্ছন্ন কন্ডিশনে কালকের ম্যাচের জন্য রানপ্রসবা উইকেট তৈরি করা একটু কঠিনই হবে মাঠকর্মীদের।
লঙ্কানদের খুব বাজে অভিজ্ঞতা আছে দিল্লির দূষণে খেলার। ২০১৭ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টে বমি করে দিয়েছিলেন শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটার। টেস্টের চতুর্থ দিনে সুরঙ্গা লাকমাল বাধ্য হয়েছিলেন মাঠ ছেড়ে যেতে। পুরোনো সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই কিনা গতকাল শ্রীলঙ্কা মাঠেই আসেনি। পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করেছে। শ্রীলঙ্কার মানসিক অবস্থাও বাংলাদেশের কাছাকাছি। যদিও বাংলাদেশের চেয়ে একটা ম্যাচ তারা বেশি জিতে পয়েন্ট তালিকায় সাতে আছে। তবে নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের কাছে স্রেফ বিধ্বস্ত হয়ে দিল্লিতে এসেছে লঙ্কানরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের একবারই খেলার সুযোগ হয়েছে। ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে সেই টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলতে এসেছিল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ধাক্কা নিয়ে। তখনো আলোচনায় ছিল দিল্লির বায়ুদূষণ। বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি ম্যাচটা হবে কি না, সেটি নিয়ে বেশ আলোচনা ছিল। ২০১৯ সালের ৩ নভেম্বর ম্যাচটা ঠিকঠাক হয়ে গিয়েছিল।
দিল্লির সেই দূষণ বাংলাদেশের কাছে ‘শাপে বর’ হয়ে এসেছিল। ধোঁয়াচ্ছন্ন পরিবেশে ভালো রোদ না পাওয়ায় ব্যাটিংবান্ধব উইকেট তৈরি করতে বেগই পেতে হয় মাঠকর্মীদের। বেশ মন্থর উইকেট পেয়েছিল বাংলাদেশ, অনেকটা মিরপুরের মতোই। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৪৮ রানে আটকে ফেলেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানে বাংলাদেশ পেয়েছিল দুর্দান্ত এক জয়। চার বছর আগের মতো এবারও যদি দিল্লির বায়ুদূষণ ‘উপকারে’ আসে বাংলাদেশের!