হোম > ছাপা সংস্করণ

চাঁদা না পেয়ে ইউএনওর ফেসবুক আইডি হ্যাক

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিকের ফেসবুকের ব্যক্তিগত আইডি ও অফিশিয়াল আইডি হ্যাক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর আইডি হ্যাক করা হয়। পরে হ্যাক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও জানা গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই দিন সন্ধ্যায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ইউএনও একরামুল ছিদ্দিক বলেন, ‘একটি আইডি থেকে প্রতারক চক্র আমার ব্যক্তিগত নম্বর চায়। মেসেঞ্জারের মাধ্যমে নম্বরটি দিলে তাৎক্ষণিক মেসেঞ্জারে আমার কাছে টাকা দাবি করেন। আমি মনে করেছিলাম বিষয়টি মজা করা হচ্ছে। এর একটু পরেই ওই আইডি থেকে আমাকে হুমকি দেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললে একদিন পর ইউএনও নবীনগর আইডি ও একরামুল সিদ্দিক আইডি হ্যাক করে প্রতারক চক্র। ওই হ্যাক আইডি দিয়ে ইউএনও সেজে মেসেজ আদান-প্রদান করে স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে আমি বিব্রত হচ্ছি। দ্রুত তাঁদের বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হবে।,

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন