হোম > ছাপা সংস্করণ

বিভিন্ন কর্মসূচিতে বেগম রোকেয়া দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। প্রতিনিধিদের পাঠানো খবর-

নিয়ামতপুর (নওগাঁ): উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার সফল পাঁচজন নারীকে জয়িতা সম্মাননা জানানো হয়।

চাটমোহর (পাবনা): ইউএনওর কার্যালয়ের হলরুমে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে সফল জননী নুরুন্নাহার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. লতা খাতুনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সাঁথিয়া (পাবনা): উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের পুরস্কার দেওয়া হয়। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় ইউএনও এস এম জামাল আহমেদ সভাপতিত্ব করেন।

চাঁপাইনবাবগঞ্জ: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ভাঙ্গুড়া (পাবনা): উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে আলোচনা সভা ও চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহম্মদ নাহিদ হাসান খান। মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক দপ্তরের যৌথ আয়োজিত অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার জয়িতা পাঁচ নারী মোছা হাসি বেগম, মোছা হোসনে আরা, মোছা মাহমুদা, অনিমা রানী ও রাশেদা খাতুনকে সংবর্ধনাসহ সম্মাননা দেওয়া হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন