হোম > ছাপা সংস্করণ

৯০ শতাংশ কাজ শেষ জুনে চালুর আশা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চানখালী খাল চন্দনাইশ ও আনোয়ারা উপজেলার সংযোগ খাল। এই খালের ওপর সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বরকল সেতু নামের একটি অত্যাধুনিক গার্ডার সেতু। নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৯০ শতাংশ। আগামী এপ্রিলের মধ্যে এই সেতুর কাজ শেষের মধ্য দিয়ে জুন মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরেজমিন দেখা গেছে ইতিমধ্যে সেতুর সার্বিক কাজ এগিয়েছে ৮৫ থেকে ৯০ শতাংশ। ২০২০ সালের নভেম্বরে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেতু নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের জুনের মধ্যে সেতু নির্মাণকাজের শেষ সময় রয়েছে।

১১৮ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ২৪ কোটি টাকা। ১০ দশমিক ২৫০ মিটার প্রস্থের গার্ডার এই সেতুর দুই প্রান্তে এবার্টমেন্ট ছাড়াও পিয়ার দুটি এবং তিনটি স্প্যানের ওপর ১৫টি গার্ডার রয়েছে। সেতুর আনোয়ারা প্রান্তে ২০০ মিটার ও চন্দনাইশ প্রান্তে ১৮০ মিটার সংযোগ সড়ক নির্মিত হচ্ছে।

চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বরকল সেতু চন্দনাইশবাসীর দীর্ঘ প্রতীক্ষার ফল। এই সেতু কর্ণফুলী টানেলের সঙ্গে সংযুক্ত। ফলশ্রুতিতে চন্দনাইশ উপজেলার দৃশ্যপট পাল্টে যাবে। সহজ হবে চট্টগ্রাম শহরের সঙ্গে যাতায়াত ব্যবস্থা। উন্নত হবে মানুষের জীবনযাত্রার মান। কৃষকেরা তাদের উৎপাদিত সবজি ভালো দামে চট্টগ্রাম শহরে বিক্রি করতে পারবে। চাকরিজীবীরা প্রতিদিন আসা-যাওয়ার মধ্যে দিয়ে অফিস করতে পারবে। চন্দনাইশে গড়ে উঠবে শিল্প কারখানা।

দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিন বলেছেন, বরকল সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুনের পূর্বেই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার প্রত্যাশা করেন তিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন