হোম > ছাপা সংস্করণ

দেবিদ্বারে সারসংকট কৃষকদের বিক্ষোভ

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় কৃষকেরা বিক্ষোভ করেছেন। গতকাল রোববার সকালে উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে এ বিক্ষোভ হয়। সার না পেয়ে কৃষকেরা এ বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গতকাল বিকেলে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওয়াহেদপুর বাজারে সারের ডিলার হাজী শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রউফ।

কৃষক মো. জামাল ভূঁইয়া বলেন, ‘সারের ডিলার শাহ আলম সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। তিনি লাল ব্যানারে সারের মূল্য তালিকা প্রদর্শন না করে বিনা রসিদে বিক্রি করছেন। আমি এক হাজার ৩০ টাকার সার কিনি, তখন রসিদ চাওয়ায় তিনি সারের মূল্য ৮০০ টাকা রেখে ৪৩০ টাকা ফেরত দেন। ওই ঘটনা কৃষকদের জানাজানি হলে সার কিনতে আসা প্রত্যেক কৃষকই রসিদ দাবি করেন। এই পরিস্থিতিতে সার ডিলার গত এক সপ্তাহ ধরে সারসংকট দেখিয়ে সার বিক্রয় করছেন না। পরে স্থানীয়দের চাপে ডিলার সার গুদাম খুললে সেখানে অনেক সার মজুত দেখতে পাই।’

অপর কৃষক সুলতান আহমেদ বলেন, ১ হাজার ১০০ টাকা মূল্যের ১ বস্তা দানা সার ২ হাজার টাকায়, ৮০০ টাকার ইউরিয়া সার ১ হাজার টাকায় এবং ৮০০ টাকার ১ বস্তা ডেব সার ১ হাজার ৪০০ টাকায় কিনতে হয়েছে।

এদিকে সার ডিলার মো. শাহ আলম বলেন, ‘গত মাস পর্যন্ত সার থাকলেও চলতি মাসে সারের সরবরাহ কম ছিল। তা ছাড়া বরাদ্দকৃত সার কৃষকদের চাহিদার তুলনায় অনেক কম। আমরা কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে কৃষকদের চাহিদা পূরণে এবং সারসংকট নিরসনে ভর্তুকি দিয়ে সার কিনে সরবরাহ করে আসছি। ভর্তুকি দিয়ে কেনা সার ক্যাশ মেমোতে বিক্রি করা সম্ভব নয়।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘ফেব্রুয়ারি মাসের সার বিলম্বে উত্তোলন হলে সংকট থাকতে পারে। এসব সার বিএডিসি, বিসিআইসি এবং আমদানিকারক থেকে সরবরাহ করতে হয়। বিএডিসি, বিসিআইসির সার কম সরবরাহ করলেও আমদানিকারকদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ করা যায়। বিভিন্ন এলাকার সার ডিলাররা যে পরিমাণ চাহিদার আবেদন করেন, আমরা সে অনুযায়ী সার সরবরাহ করে থাকি। প্রতি সার ডিলারকে বলা আছে সালু কাপড়ে মূল্য তালিকা লিখে দোকানের সামনে ঝুলিয়ে রাখতে এবং ক্যাশ মেমোর মাধ্যমে সার বিক্রি করতে। কিন্তু তাঁরা তা করছেন না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক-উন-নবী তালুকদার বলেন, সারসংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রি করায় ডিলার শাহ আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারের সংকট সৃষ্টি ও উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন