হোম > ছাপা সংস্করণ

মরক্কোর বিপুল সমর্থন ভাবাচ্ছে ফ্রান্সকে

ক্রীড়া ডেস্ক

গতকাল পর্যন্ত ৩০টি বিশেষ ফ্লাইটে মরক্কোর দর্শকেরা কাতার এসেছেন। উদ্দেশ্য একটাই, আজ ফ্রান্সের বিপক্ষে আল বায়েত স্টেডিয়ামের সেমিফাইনালে নিজেদের দেশকে সমর্থন জোগানো। কাতারের বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। নতুন করে আলোচনায় মরক্কো। কাতারের দোহায় আসা এই সমর্থকগোষ্ঠী যে ফ্রান্সের মাথাব্যথার কারণ, সেটা টের পাওয়া গেল গতকালকের ফ্রান্সের সংবাদ সম্মেলনে।

র‍্যাঙ্কিং, শিরোপা আর ফুটবল ঐতিহ্যে ফ্রান্সের কাছে পাত্তা পাওয়ারই কথা নয় মরক্কোর। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দল। কিন্তু কাতারে যে মরক্কোর যে রূপ দেখেছে ফুটবলবিশ্ব, তাতে যেকোনো দলেরই চিন্তায় পড়ে যাওয়ার কথা। বেলজিয়াম, স্পেন, পর্তুগালদের মতো শিরোপাপ্রত্যাশীদের একে একে বিদায় করেছে অ্যাটলাস সিংহরা। তারা সেমিফাইনালে এসেছে কোনো ম্যাচ না হেরেই। ফরাসিদের ভাবাচ্ছে মরক্কোর দৃঢ় ইস্পাতের মতো রক্ষণ। পাঁচ ম্যাচে যেখানে ফ্রান্স গোল হজম করেছে ৫টি, সেখানে মরক্কো গোল খেয়েছে মাত্র ১টি। সেটিও আবার ছিল আত্মঘাতী। কাতার বিশ্বকাপের চমক, অপ্রতিরোধ্য শক্তি হিসেবে আবির্ভূত মরক্কো যখন অন্যের মাঠে ঘরের আমেজ পাবে, তখন কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে তা নিয়ে চিন্তিত ফ্রান্সও।

ফ্রান্স কী পারে, তাদের সক্ষমতা কী—এ নিয়ে গতকালকের সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নই থাকল না তেমন। ফরাসি অধিনায়ক উগো লরিস ও কোচ দিদিয়ের দেশমকে বেশির ভাগ প্রশ্ন শুনতে হলো মরক্কোবিষয়ক। ফ্রান্সের হয়ে রেকর্ড ১৪৩ ম্যাচ খেলা গোলরক্ষক লরিসের কথায় মনে হতে পারে মরক্কো নিয়ে যথেষ্ট চিন্তায় আছে তাঁর দল, ‘দলীয় ঐক্য আর একতায় মাঠে মরক্কো কতটা শক্তিশালী তা নিয়ে কোনো সন্দেহই নেই। তারা বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে এসেছে। গ্রুপের সেরা হয়েছে। তারা ভীষণ শক্তিশালী। মাঠে যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

বিশ্বকাপজয়ী ফরাসি কোচ দেশম সামনে আনলেন মরক্কোর বিপুল সমর্থনের বিষয়টি, ‘মরক্কো নিজেদের সমর্থকদের কাছ থেকে বিশাল একটা সুবিধা পাবে। অনেক আওয়াজ হবে। আমাদের খেলোয়াড়েরা এই বিষয়ে সতর্ক আছে। তারা জানে, তাদের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে।’

বিশ্বকাপের পাঁচ ম্যাচে ৪-১-৪-১ ফরমেশনে খেলে প্রতিপক্ষকে ঘোল খাইয়ে ছেড়েছে মরক্কো। এই বিশ্বকাপে যে একটি মাত্র গোল খেয়েছে ওয়ালিদ রেগরাগুইর দল, সেটিও আবার আত্মঘাতী! মরক্কোর এই আঁটসাঁট রক্ষণে হাঁসফাঁস করতে পারেন বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল করা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তাই বিকল্প ভাবতে হচ্ছে দেশমকে। ফরাসি কোচের সেই বিকল্পের নাম আঁতোয়ান গ্রিজমান। চোটজর্জর ফ্রান্সকে এক সুতোয় গেঁথে রেখেছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। দলের প্রয়োজনে খেলছেন মিডফিল্ডার হয়ে। মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে তাই গ্রিজমানের দিকে তাকিয়ে দেশম। ফ্রেঞ্চ কোচ বলেছেন, ‘এই ধরনের ম্যাচ সে (গ্রিজমান) ভালো খেলতে পারে।

কৌশলী ফুটবলে দলের চেহারা পাল্টে দেওয়ার সক্ষমতা তার আছে। দলের প্রয়োজনে তাঁকে অন্য ভূমিকায় খেলতে হচ্ছে ঠিকই কিন্তু সে বেশ মানিয়ে নিয়েছে। সে যেমন পাসিং ফুটবলে ভালো, ট্যাকলেও দারুণ।’

রক্ষণ সামলে দ্রুত আক্রমণে যাওয়াই মরক্কোর শক্তির জায়গা। মরক্কোর শক্তির জায়গাতেই আঘাত হেনে সাফল্যের চিন্তা দেশমের, ‘দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডও কিন্তু একই কৌশলে খেলেছিল। আমরা কী করেছি, সেটা সবাই দেখেছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন