বিনোদন ডেস্ক
‘ওভারট্রাম্প’ নামে নতুন ওয়েব সিরিজ বানিয়েছেন বাশার জর্জিস। সিরিজের গল্পে দেখা যাবে, সাধারণ ব্যাবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। ঘটনার ধারাবাহিকতায় উঠে আসে বিভিন্ন চরিত্র। যাদের প্রত্যেকের কাজ মানুষকে ধোঁকা দেওয়া। তেমন একটি চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, তাঁর চরিত্রের নাম রমা। অভিনয়ে আরো আছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মন্ওয়ার, এফ এস নাঈম, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকে। ওটিটি প্ল্যাটফরম চরকিতে আজ প্রকাশ পাবে ছয় পর্বের সিরিজটি।