বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৭০তম জন্মদিন। এ উপলক্ষে ২০ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ‘রুনা লায়লার জন্মদিন উৎসব’। মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে নগদ নিবেদিত এ উৎসব উপস্থাপনা করেন শান্তা জাহান।
গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, আসিফ আকবর, কনা, কিশোর, ইমরান, ইউসুফ, কোনাল, লিজা প্রমুখ। শিল্পীকে শুভেচ্ছা জানান তাঁর স্বামী অভিনেতা আলমগীর, শিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সুইটি, তারিন, পূর্ণিমা, অপি করিম, ফেরদৌস প্রমুখ। ভিডিওতে শুভেচ্ছা জানান ভারতের গোলাম আলী, হরিহরণ, হৈমন্তী শুক্লা, সোনু নিগম, প্রসেনজিৎ, আদনান সামিসহ অনেকে।