হোম > ছাপা সংস্করণ

সেচসংকটে বোরো চাষে কমছে আগ্রহ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দিন দিন শুষ্ক মৌসুমে ভূগর্ভের পানি পাওয়া দুষ্কর হয়ে উঠছে। এতে চাষাবাদের অর্ধেক খরচ পড়ছে শুধু সেচের পানির জন্যই। আবার ধানের ভালো দাম না পাওয়ায় লোকসানে পড়ে বোরো চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন জেলার কৃষকেরা।

সমীক্ষায় দেখা গেছে, ১০ বছরের এ জেলায় বোরো ধানের আবাদ কমেছে প্রায় ৩০ হাজার হেক্টর। তবে জেলা কৃষি বিভাগ বলছে, বোরোর আবাদ কমলেও অন্য ফসলের আবাদ বেড়েছে।

জেলার ধানচাষিরা জানান, বোরো ধান চাষে সেচের খরচ ছাড়াও শ্রমিক, কীটনাশক এবং সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেশি পড়ে। অন্যদিকে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া যায় না। ফলে প্রতি বছরই জেলায় বোরো চাষের পরিমাণ কমছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার নয়টি উপজেলায় ২০১০-১১ সালে জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৪১৭ হেক্টর। এর বিপরীতে আবাদ হয় ৩৮ হাজার ছয় হেক্টর আর ২০২০-২০২১ সালে বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩ হাজার হেক্টর। সেখান আবাদ হয় মাত্র ৭ হাজার ৪০০ হেক্টর। সর্বশেষ চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে। বিপরীতে বোরো আবাদ হয়েছে মাত্র ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে।

বোরো চাষে এই ধসের কারণ জানতে চাইলে ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চাষি হাফিজ মাতুব্বর, মোতালেব মোল্লা, করিম শেখসহ বেশ কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছর আগে সেচ মেশিন দিয়ে ঘণ্টায় যে পরিমাণ পানি উত্তোলন করা যেত এখন সেখানে তিন ঘণ্টায়ও সেই পরিমাণ পানি তোলা যায় না। আর বোরো চাষে সেচ ছাড়াও জ্বালানির দাম, শ্রমিক খরচও বেশি। অন্যদিকে উৎপাদিত এ ধানের দাম কাঙ্ক্ষিত না হওয়া বোরো চাষে কৃষকদের আগ্রহ কমেছে।

তারা আরও বলেন, ‘তাই আমরা বোরো বাদ দিয়ে এখন অন্য ফসলের দিকে ঝুঁকছি। এই মৌসুমে গম ও মসুরীর চাষ বেড়েছে।’

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ভূগর্ভস্থের পানি বেশি ব্যবহারের ফলে গত কয়েক যুগ ধরে পানি স্তরে নেমে যাচ্ছে। সেচের জন্য যদি কৃষকেরা উপরিভাগের পানি ব্যবহার করেন তাহলে হয়তো ভূগর্ভস্থের পানির লেভেল ঠিক থাকবে।

পার্থ প্রতিম আরও বলেন, এ বিষয়ে এখন থেকেই সংশ্লিষ্ট বিভাগকে পরিকল্পনা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যার সৃষ্টি হতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড. হযরত আলী জানান, শুষ্ক মৌসুমে ধান চাষ করতে গেলে ভূগর্ভস্থের পানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু দিন দিন যে হারে পানির স্তর নেমে যাচ্ছে তা কৃষির জন্য শঙ্কা। তবে আশার বিষয় এই যে জেলায় বোরো ধানের আবাদ কমলেও অন্য ফসলের আবাদ বেড়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন