হোম > ছাপা সংস্করণ

মরক্কোর চোখে আকাশছোঁয়ার স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

পরিকল্পনা, মাঠে বাস্তবায়ন আর পাসিংশৈলীতে সমর্থকদের মন জয় করেছে মরক্কো। কানাডার বিপক্ষে জয়ের পর মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই এখন আকাশছোঁয়ার স্বপ্ন দেখছেন। কাতার বিশ্বকাপে প্রথম রাউন্ডে আটলাস লায়নরা যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন, তাতে মরক্কান কোচের বড় স্বপ্ন দেখতেই পারেন।

এই বিশ্বকাপে প্রথম রাউন্ডে অপরাজিত দল মরক্কো। ১৯৮৬ বিশ্বকাপের পর প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উঠল তারা, সেটিও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তাদের গ্রুপেই ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ২ নম্বর দল বেলজিয়াম, গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ও কানাডা। মরক্কোর ফুটবলাররা প্রমাণ করেছেন–বিজয়ী তাঁরাই হয়, যাঁরা মাঠের লড়াইয়ে সেরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করেছিল মরক্কো। পরের ম্যাচে ফেবারিট বেলজিয়ামকে ২-০ গোল হারিয়ে প্রতিযোগিতা থেকেই একরকম ছিটকে দেয় তারা। শেষ ম্যাচে কানাডার বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়।

দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন কোচ রেগরাগুই। কানাডাকে হারানোর পর মরক্কানরা বিশ্বকাপ জিততে পারে কি-না প্রশ্নে আত্মবিশ্বাসী রেগরাগুইয়ের জবাব, ‘আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, গ্রুপ পর্ব উতরে যেতে সবকিছু দিতে চেয়েছিলাম। আমাদের আকাশে ওঠার লক্ষ্য, এখানেই থামছি না। আমাদের হারানো কঠিন হবে। সুতরাং ট্রফি জয়ের স্বপ্ন কেন নয়?’

আগামী মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২০১০ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে লড়বে মরক্কো। আশরাফ হাকিমি, হাকিম জিয়েশ ও ইউসেফ আন নাসেরিদের নিয়ে গড়া দলটি ভালো কিছু দেখালেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতিটি ম্যাচ নিয়ে মরক্কো কোচের চিন্তাভাবনাও আলাদা। রেগরাগুই বললেন, ‘আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি।

আমরা হারিয়ে যাব না। যদি ফিট থেকে লড়তে পারি, আরও এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আছে।’

অ্যাফকন অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ জিতে মূলপর্ব জায়গা করে মরক্কো। বিশ্বকাপেও অব্যাহত এই দুরন্ত যাত্রা। নকআউটে র‍্যাঙ্কিংয়ের ২২ নম্বর দল মরক্কোকে সমীহ করতে হবে ৬ নম্বর দল স্পেনকে। জিততে পারলে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার ইতিহাস গড়বে মরক্কানরা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন