বরিশাল প্রতিনিধি
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর কার্যালয়ে বিজয়ী ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী মিজানুর রহমান শরীফ দাবি করেন, শায়েস্তাবাদ বাজারে তালা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থী কবির চৌকিদারের ভাই খবির চৌকিদারের নেতৃত্বে হামলা করা হয়। এ সময় তাঁর ব্যক্তিগত অফিস কার্যালয় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে তাঁর ভাই মাইনুল শরীফ, আজাদ শরীফ ও প্রশান্ত বেপারী গুরুতর আহত হন।
নব নির্বাচিত ইউপি সদস্য কবির চৌকিদারের দাবি, মিজান শরিফের কার্যালয়ে তার কর্মী-সমর্থকেরাই হামলা চালিয়েছে।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) সোগির হোসেন বলেন, আমরা মিজান শরীফের অফিসে গিয়ে ভাংচুর করা আসবাবপত্র দেখতে পেয়েছি। হামলার শিকার দুজনকে উদ্ধার করা হয়েছে।