হোম > ছাপা সংস্করণ

বাঁধ ভেঙে খেতে পানি, বোরো চাষ নিয়ে শঙ্কা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে মাছের ঘেরের বাঁধ ভেঙে সদ্য রোপণ করা বোরো ধানের খেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল বুড়ুলিয়ায় এ ঘটনা ঘটে। ধানের চারা পানির নিচে চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে বাকি জমিতে ধানের আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, বোরো ধান আবাদ করার জন্য সুফলাকাটির বিভিন্ন মাছের ঘেরের পানি সেচ দিয়ে বুড়ুলি খালে ফেলা হচ্ছিল। কিন্তু খাল দিয়ে পানি ঠিকভাবে প্রবাহিত হতে পারছিল না। রোববার রাতে খালসংলগ্ন মেজবাউদ্দিন মিল্টনের ঘেরের বাঁধ ভেঙে জমিতে পানি ঢোকে। এতে প্রায় ৪০ বিঘায় রোপণ করা বোরো ধানের খেতসহ ২২০ বিঘা জমি তলিয়ে গেছে। অধিকাংশ জমি বোরো আবাদের জন্য প্রস্তুত করছিলেন স্থানীয় কৃষকেরা। এখন পানিতে জমি তলিয়ে যাওয়ায় একমাত্র ফসল বোরো আবাদ করা নিয়ে তাঁরা শঙ্কিত হয়ে পড়েছেন।

বিলে বোরো আবাদ করা সারুটিয়া গ্রামের কৃষক নাজমুল হোসেন বলেন, বুড়ুলি বিলে তিনি সাড়ে তিন বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন পানি ঢুকে খেত তলিয়ে গেছে। এ পানি বের না হলে খেতে এবার আর ফসল হবে না।

আরেক কৃষক কলাগাছি গ্রামের ইসরাফিল হোসেন বলেন, তিনি বিলে ১২ কাঠা জমিতে বোরো ধান আবাদের জন্য প্রস্তুত করেছিলেন। ওই খেত পানিতে তলিয়ে যাওয়ায় আবাদ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মাছের ঘেরের মালিক মেজবা জানান, খালের পানির চাপে তাঁর ঘেরের বাঁধ ভেঙে যায়। এতে করে বিলের নালায় থাকা মাছ বের হয়ে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কথা হলে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান বলেন, ওই বিলের ২২০ বিঘা জমির মধ্যে প্রায় ৪০ বিঘায় কৃষকেরা বোরো আবাদ করেছিলেন। বিল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কথা হলে সুফলাকাটিতে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জি এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিলের কৃষকদের সঙ্গে কথা হয়েছে। পানির নিচে ৩-৪ দিন থাকলে ধানগাছ নষ্ট হয়ে যাবে।

কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘এ বিষয়ে শুনেছি। ঘেরমালিকের সঙ্গে কথা বলে অতি দ্রুত পানি সেচের উদ্যোগ নিতে বলা হবে, যাতে কৃষকেরা ওই বিলে বোরো আবাদ করতে পারেন।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন