বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা মোতালেব ঢালী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ পাঁচ সন্তান রেখে গেছেন। গতকাল বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফনের আগে বাগেরহাট মডেল থানার একটি চৌকস দল মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।