হোম > ছাপা সংস্করণ

দুর্ঘটনায় নিহত ইউপি চেয়ারম্যানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাটিকামারী স্কুলমাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি উপজেলার বাটিকামারীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন।

শাহ আকরাম জাফর ফকিরের জানাজায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা, সকল ইউপি চেয়ারম্যানসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া ও মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার আমিনুর রহমান উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।

জানাজার আগে সাংসদ মুহাম্মদ ফারুক খান, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

গত শনিবার দুপুরে মুকসুদপুর-বরইতলা সড়কের বনগ্রাম মুন্সীবাড়ী স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহ আকরাম জাফর ফকির। উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন