হোম > ছাপা সংস্করণ

সিলেটে সুবিধাবঞ্চিতদের ২ টাকায় শীতের পোশাক

সিলেট প্রতিনিধি

সিলেটে মাত্র ২ টাকায় সুবিধাবঞ্চিতদের শীতের পোশাক দিয়েছে ‘নিঃস্বার্থ পরিবার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত শুক্রবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকায় শীতের পোশাক বিক্রির অস্থায়ী এক দোকানে পোশাকগুলো বিক্রি করা হয়।

নিঃস্বার্থ পরিবারের সদস্য নাঈম আহমদ জানান, গত ৪ বছর ধরে ‘নিঃস্বার্থ পরিবার’ সংগঠনের কিছু উদ্যমী তরুণ সদস্য কাজ করে যাচ্ছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য। ‘চাঁন্দের হাট’ নাম দিয়ে তাঁদের ব্যতিক্রমী এ দোকান দ্বিতীয়বারের মতো বসিয়েছেন।

এর আগে গত বছর ঈদুল ফিতরের সময়ও তাঁরা এ হাট বসিয়েছিলেন। সে সময় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিক্রি করেছিলেন ঈদের পোশাক। এবার এ সংখ্যা বাড়িয়ে ৪০০ করা হয়েছে।

নাঈম আহমদ জানান, সংগঠনের সদস্য সংখ্যা দেড় শতাধিক। তাঁদের মধ্যে ৬০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছেন। সবাই শিক্ষার্থী। নিজেদের খরচের টাকা বাঁচিয়ে মাসিক চাঁদা দেন তাঁরা। বছর শেষে এ টাকা থেকেই কেনা হয় পোশাক।

প্রথম দিন গত শুক্রবার ২ শতাধিক শীতের পোশাক বিক্রি হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাকি ২০০ পোশাক বিক্রি করা হয় চা শ্রমিকদের সন্তানদের মাঝে।

বিনা মূল্যে না দিয়ে মাত্র ২ টাকা মূল্য রাখা প্রসঙ্গে নাঈম বলেন, নিজের টাকায় কেনার আনন্দ বেশি। তাই ২ টাকা দিয়ে হলেও তারা যখন কিনবে তখন এটা আর দান থাকবে না। বরং কিনে ব্যবহারের আনন্দটা তারা পাবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন