ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দুটি দোকানে জরিমানা করা হয়েছে। উপজেলার মৌভোগ এলাকায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
মুদি দোকানের সঙ্গে সার ও কীটনাশক বিক্রির অপরাধে উজ্জল কৃষি ঘরের মালিক ইকবাল শিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। এ ছাড়া মৌভোগ এলাকার লাইসেন্স নিয়ে ডহরমৌভোগ এলাকায় সার ও কীটনাশকসহ কৃষিপণ্যের দোকান পরিচালনা করার অভিযোগে মামুন খানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।