এএফপি, ওয়ারশ
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল। এখনো যুদ্ধ থামার নাম নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার জয়ের আকাঙ্ক্ষাকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্ষিপ্ত কিয়েভ সফর থেকে বাইডেন গেছেন পোল্যান্ডে। সেখানেই তিনি দাবি করলেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব। মূলত পশ্চিমের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংঘাত উসকে দেওয়ার অভিযোগ তোলার পরপরই বাইডেন এই মন্তব্য করলেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেন পশ্চিমা প্রভুদের স্বার্থ রক্ষা করছে। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপ করা ক্রমবর্ধমান কঠোর নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। লক্ষ্য অর্জনে তাঁর দেশ ‘পদ্ধতিগতভাবে’ লড়াই করে যাবে। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণাও দেন পুতিন। ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার রুশ পার্লামেন্টে দেওয়া ভাষণে পুতিন এসব বলেন। এর কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের রাজধানীতে বাইডেন বলেন, ‘ইউক্রেনে কখনোই জয়ী হবে না রাশিয়া। কখনোই না।’
ওয়ারশর রয়্যাল ক্যাসেলের বাইরে ভাষণ দেন বাইডেন। তাঁর কথা শুনতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। বাইডেন এ সময় পুতিনের অভিযোগের বিষয়ে সরাসরি জবাব দেন। বলেন, ‘রাশিয়ায় আক্রমণের ছক নেই পশ্চিমের।’
বাইডেন আরও বলেন, পুতিন মনে করেন তাঁর মতো স্বৈরশাসকেরাই বুঝি কঠোর; কিন্তু তিনি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপের মুখে পড়েছেন। বাইডেন আরও বলেন, ‘এখানে সংশয়ের কিছু নেই। ইউক্রেনের জন্য আমাদের সমর্থন দোদুল্যমান নয়। ন্যাটো বিভাজিত হবে না। আমরা ক্লান্তও হব না।’
বাইডেন এক দিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়েছিলেন। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো দেশটিতে সফরে যান তিনি। গতকাল বুধবার পূর্ব ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল বাইডেনের।
এদিকে চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং উইর সঙ্গে গতকাল বুধবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বেইজিং ও মস্কোর সহযোগিতা জরুরি।
অন্যদিকে কয়েক মাসের মধ্যে রাশিয়ায় যেতে পারেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।