বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. রব্বানী নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন এ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রব্বানীর বাড়ি উপজেলার পাড়িয়া ইউনিয়নে।
ইউএনও আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে রব্বানী স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীর বাবা একাধিকবার সতর্ক করলেও থেমে থাকেনি। শুক্রবার বিকেলে পুনরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে ধরে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েকে বিয়ে দিতে হবে। তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।’