পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক (এমএলএসএস) জাফর আহমেদের বিরুদ্ধে ঘুষ, নারীদের যৌন হয়রানি ও বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত জাফর ও এসব ঘটনার মদদ দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নভুক্তভোগী ও সচেতন নাগরিকেরা।
গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
ভুক্তভোগীরা জানান, জাফর আহমেদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ চাকরি স্থায়ীকরণের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জাফরকে মদদ জোগাচ্ছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন ও হিসাব রক্ষক মো. হাসানুজ্জামান। এমনকি করোনাকালীন সময়েও তাঁরা সরকারের দেওয়া প্রণোদনাতো দূরের কথা, তাঁদেরকে কোনো বেতন-ভাতাও দেওয়া হয়নি। এ ছাড়া এই মহলটির বিরুদ্ধে ওষুধ বিক্রিরও অভিযোগ রয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অভিযুক্ত অফিস সহায়ক জাফর আহমেদ বলেন, ‘আমি অফিস সহায়ক পদে নিযুক্ত হলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ওয়ার্ড সরদারের দায়িত্ব দেন। এ দায়িত্ব পাওয়ার পর থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীরা আমার ওপর ক্ষুব্ধ। তারা বিভিন্ন সময় আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করেন।’