হোম > ছাপা সংস্করণ

কমতে শুরু করেছে নদীর পানি

সিলেট প্রতিনিধি

কয়েক দিন ধরে বেড়েই চলছিল সিলেট জেলার নদ-নদীগুলোর পানি। অবশেষে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি। তবে এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সুরমা নদীর পানি গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার দুটি পয়েন্টেই কমেছে। কুশিয়ারার পানি দুটি পয়েন্টে বাড়লেও কমেছে দুটি পয়েন্টে। লোভা, সারি ও ধলাই নদীর পানি গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার কমেছে।

পাউবো সূত্রে আরও জানা গেছে, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছিল ১৩.৬৭ মিটার। গতকাল শনিবার সকাল ৯টায় এ পানিসীমা হয় ১৩.৬০ মিটার। এ নদীর পানি সিলেট পয়েন্টে গত শুক্রবার ছিল ১১.০৯ মিটার; গতকাল শনিবার সকালে ছিল ১১.০৫ মিটার।

কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে গত শুক্রবার সন্ধ্যায় ছিল ১৭.০৫ মিটার। গতকাল শনিবার সকালে পানিসীমা দাঁড়ায় ১৬.৯৬ মিটার। পানি কমেছে শেওলা পয়েন্টেও। এখানে গত শুক্রবার পানিসীমা ছিল ১৩.৬৩ মিটার। গতকাল সকালে হয় ১৩.৬০ মিটার।

লোভা নদীর পানি গত শুক্রবার সন্ধ্যায় ছিল ১৪.০০ মিটার। গতকাল শনিবার সকালে কমে হয়েছে ১৩.৮৮ মিটার। সারি নদীর পানি গত শুক্রবার সন্ধ্যায় ১১.৪৪ মিটার থাকলেও গতকাল শনিবার সকালে ছিল ১০.৯৮ মিটার। এ ছাড়া ধলাই নদীর পানিও কমেছে। এ নদীর পানিসীমা গত শুক্রবার ছিল ১০.৮৮ মিটার, গতকাল শনিবার কমে হয় ১০.৮৬ মিটার।

তবে কুশিয়ারার পানি বেড়েছে শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে। শেরপুরে গত শুক্রবার পানিসীমা ছিল ৭.৮১ মিটার, গতকাল শনিবার সকালে হয় ৭.৯২ মিটার। ফেঞ্চুগঞ্জে গত শুক্রবার ছিল ৯.৭৩ মিটার, গতকাল শনিবার হয় ৯.৮১ মিটার।

পাউবো সিলেটের উপসহকারী প্রকৌশলী নিলয় পাশা জানান, উজানে বৃষ্টি না হলে পানি আরও কমবে। পানি কমতে শুরু করলেও সুরমা, কুশিয়ারায় এখনো বিপৎসীমার ওপর দিয়ে বইছে। তবে কমার ধারা অব্যাহত থাকলে আজ-কালের মধ্যেই বিপৎসীমার নিচে নেমে যাবে পানিসীমা।

উল্লেখ্য, সিলেটে বন্যা শুরু হয় ১১ মে। এর কয়েক দিন আগে থেকে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, জেলার ১৩ উপজেলার মধ্যে ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অবস্থায় আছেন ১৫ লাখ মানুষ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন