হোম > ছাপা সংস্করণ

অনলাইনে আয়ের প্রলোভন ‘সিলেজ’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইনে আয়ের লোভ দেখিয়ে গ্রাহকের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেজ সাইট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্ল্যাটফর্মের মূল হোতাদের আটক ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, তৌফিক হাসান প্রতীক নামের এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সিলেজ সাইট নামের একটি অ্যাপসের প্রচার করেন। এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা আয় করা যাবে বলে প্রলোভন দেখান তিনি। ভুক্তভোগীরা বলেন, মূলত বাংলাদেশে বসেই সিলেজ সাইট নিয়ন্ত্রণ করতেন তৌফিকুল হাসান প্রতীক। কিন্তু একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন।

মোহাম্মদ আসিফ নামের এক ভুক্তভোগী জানান, প্রায় তিন মাস সিলেজ সাইটের প্রতারক চক্র সদস্য সংগ্রহ করে। অনেকেই সেখান থেকে কিছু টাকা ইনকামও করেন। এভাবে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর ওই অনলাইন আর্নিং অ্যাপসে সদস্যসংখ্যা অনেক বেশি হলে হঠাৎ ২৭ জুন তাদের কার্যক্রম পরিবর্তন করে। সেদিন থেকে পণ্য কিনে টাকা বিনিয়োগ করতে বলা হয়। তাদের কথায় বিশ্বাস করে সদস্যরা নগদ অ্যাকাউন্ট ও ইসলামী ব্যাংকের চুকনগর শাখা অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠান

ভুক্তভোগীরা বলেন, টাকা পাঠানোর ১৫ দিন পরে পণ্য পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় এক মাসেও কোনো পণ্য হাতে আসেনি। শিমুল আহমেদ নামের একজন গ্রাহক বলেন, দু-একজন পণ্য পাওয়ার কথা বলছে, তবে তারা প্রত্যেকেই সিলেজের দালাল। প্রায় এক মাস ধরে পণ্য অথবা টাকা ফেরত দেওয়ার নাটক করা হচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন