বাগেরহাট ও ফরিদপুরে গতকাল আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা এবং শোভাযাত্রা বের করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
শরণখোলা: শরণখোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত উপলক্ষে শরণখোলা বাজারে শোভাযাত্রা শেষে শরণখোলা সহ-ব্যবস্থাপনা সংগঠনের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা সহব্যবস্থাপনা সংগঠনের সহসভাপতি আব্দুল ওয়াদুদ আকন। সহব্যবস্থাপনা সংগঠন (সি এম সি) ও এসএমপি প্রকল্প-২ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন সাবেক শরণখোলা সিএমসি সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসার আসাদুজ্জামান, বগী ফরেস্ট স্টেশন অফিসার সাদিক মাহমুদ, শরণখোলা সিএমসি কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, সমাজ সেবক ওহিদুজ্জামান বাচ্চু এবং এসএমপি প্রকল্প কর্মকর্তা আরিফুর রহমান ।
বক্তারা বলেন, সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে
মোংলা: সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ ভালো নেই। একদিকে জলবায়ু সংকটে লবণাক্ততা বৃদ্ধি অন্যদিকে ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ হ্রাস পেয়েছে। এর ফলে সুন্দরবনের পরিবেশগত পরিবর্তন লক্ষণীয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা হুমকির মুখে রয়েছে সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল। তাই সুন্দরবনসহ দেশের সকল বনাঞ্চল রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। গতকাল সোমবার সকালে মোংলা ফরেস্ট ঘাটে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রেভ ইয়ুথ গ্রুপের আয়োজনে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ প্রতিপাদ্যে গতকাল সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপা নেতা কমলা সরকার, ইস্রাফিল বয়াতি, শেখ রাসেল, নদী কর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, সুস্মিতা মণ্ডল, ব্রেভ ইয়ুথ গ্রুপের ফাতেমা জান্নাত প্রমুখ।
মানববন্ধনে মৎস্যজীবী-বনজীবী-জেলে-মাওয়ালি-বাওয়ালিসহ পরিবেশকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে সুন্দরবনসহ বন ও পরিবেশ রক্ষার দাবি সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন-পোস্টার দেখা গেছে।
এ ছাড়া বেলা ১১টায় ‘বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ব্যবহার ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে বন সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বন বিভাগ।
গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন, বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শহিদুল ইসলাম, শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবিরসহ অন্যান্য বন কর্মকর্তা ও বনরক্ষীরা।
ফরিদপুর: ফরিদপুরে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল এক আলোচনা সভা হয়।
সামাজিক বন বিভাগ ফরিদপুরের উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা আনসার কমান্ডার নাদিয়া ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার সাইফুল কবির, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন প্রমুখ।