ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) উদ্যোগে ভাসমান হকারদের পুনর্বাসনে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি প্রভাবশালী চক্র। এতে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। যদিও অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কয়েক যুগ ধরে সিটি করপোরেশনের জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে অর্থ আদায়কারী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু এর জন্য উল্টো সিটি করপোরেশনকে দুষছেন সেখানকার কয়েকজন ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সবচেয়ে বড় মেছুয়া বাজার। পালিকা শপিংমলের পাশ ঘেঁষে মেছুয়া বাজারে প্রবেশের রাস্তার দুপাশে ৩০টির মতো দোকান দৈনিক ৪০০ থেকে ৯০০ টাকা হারে দোকান প্রতি ভাড়া নিয়ে আসছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। ৫০ থেকে ৬০ বছর ধরে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে জামানতসহ এ টাকা নেওয়া হয়। সম্প্রতি সিটি করপোরেশনের বিষয়টি নজরে আসায় কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। উদ্যোগ নেওয়া হয় ভাসমান হকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার।
সেই উদ্যোগেই ৩৪টির মতো দোকান আগের ব্যবসায়ীসহ ১২ জন ভাসমান হকারকে দৈনিক ১০০ টাকায় বরাদ্দ দেয়। এতেই বিপত্তির সৃষ্টি হয়। সিন্ডিকেটের রোষানলে পড়তে হচ্ছে দোকান বরাদ্দ পাওয়া হকারসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের।
ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, ১৪ থেকে ১৫ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। একজনকে দৈনিক ৮৫০ টাকা করে দিতে হয়েছে। এখন সিটি করপোরেশন ভালো একটি উদ্যোগ নিয়েছে। কিন্তু এখন হাফিজুর রহমান টিপু নামের ওই ব্যক্তি ঘরের সামনে আমাকে বসতে দিচ্ছেন না। আমার শরীরেও হাত তুলেছে। এ নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। সম্পূর্ণভাবে সিটি করপোরেশন আমাদের জায়গা বুঝিয়ে দেবে, এটাই চাওয়া।
হামিদা বেগম নামে আরেক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘বেশ কয়েক বছর ধরে মেছুয়া বাজারে ব্যবসা করছি। এ জন্য মালিককে ৪০০ টাকা দৈনিক দিতে হয়েছে। এখন সিটি করপোরেশন একটা রশিদের মাধ্যমে প্রতিদিন ১০০ টাকা করে নিয়ে আমাকে বসার জন্য জায়গা দিয়েছে। একটি দোকানের সামনে সিটি করপোরেশন বসার জায়গা করে দিলেও তারা আমাকে বসতে দিচ্ছে না। দোকানের ছেলেদের প্রায় সময় তারা মারপিট করছে। বিদ্যুতের লাইন ও পর্দা ছিঁড়ে ফেলছে।’
শরীফ আহম্মেদ নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘আমাদের উচ্ছেদ করে গাঙ্গিনারপাড় যানজটমুক্ত করা হয়েছে। সিটি করপোরেশন আমাদের ১২ জন হকারকে মেছুয়া বাজারের রাস্তায় পুনর্বাসন করেছে। কিন্তু আমরা বসতে পারছি না। এখানে সাত থেকে আটজনের একটি সিন্ডিকেট ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এখন সিটি করপোরেশন শৃঙ্খলার মধ্যে আনায় সিন্ডিকেটের স্বার্থে আঘাত লেগেছে। আমাদের কেনা মালামালও নষ্ট হচ্ছে, বিক্রি করতে পারছি না। সিটি করপোরেশনের কাছে আমরা এর একটা সুরাহা চাচ্ছি।’
এ বিষয়ে মেছুয়া বাজার পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান টিপু বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছে, তাঁদের উচ্ছেদ করা হয়েছে। সে জন্য আমরা প্রতিবাদ করছি। সিটি করপোরেশন বিট ভাড়া দিলে পুরোনো ব্যবসায়ীদের কাছে ভাড়া দেবে। তাদের বাদ দিয়ে কিছু করলে আমরা প্রতিবাদ করবই।’
তার দোকানের সামনে বসা ব্যবসাকারীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে টিপু বলেন, ‘আমরা আছি বলেই এই বাজারের পরিবেশটা অনেক সুন্দর। এখন সিটি করপোরেশন টাকার জন্য বিট ভাড়া দিচ্ছে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজার পরিদর্শক খন্দকার জাহাঙ্গীর আলম বলেন, ‘ভাসমান হকারদের পুনর্বাসন করার পাশাপাশি অবৈধ দখলদারদের কাছ থেকে বিট উদ্ধার করা হয়েছে। বাজারের সাত থেকে আটজনের একটি সিন্ডিকেট সিটি করপোরেশনের জায়গা স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি করে ভাড়া দিয়ে দীর্ঘ বছর ধরে টাকা তুলছে। সিটি করপোরেশন একটি ভালো উদ্যোগ নেওয়ায় তাদের স্বার্থে আঘাত লেগেছে। ব্যবসায়ীদের তারা ঠিকমতো ব্যবসাও করতে দিচ্ছে না। তবে এসব বিষয়ে আমরা চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছি।’