হোম > ছাপা সংস্করণ

একটি সাদা প্রাইভেটের জন্য…

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘বজলুর রহমান একজন ড্রাইভার রেখেছেন। ড্রাইভারের নাম সেলিম। কয়েক মাস ধরে বজলুর রহমান আর সেলিম একসঙ্গে অফিসে যাচ্ছেন এবং অফিস থেকে ফিরছেন। বজলুর রহমান এখনো অফিস থেকে গাড়ি পাননি। তবে পেয়ে যাবেন যেকোনো সময়’—এভাবেই শুরু হচ্ছে গল্পটি। বজলুর রহমান সদ্য জিএম হয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁর গাড়ি পাওয়ার কথা। কিন্তু দেরি হচ্ছে। এদিকে তিনি আগেই ড্রাইভার নিয়োগ দিয়ে রেখেছেন। এটা নিয়ে তাঁর মধ্যবিত্ত পরিবারে খুব যে আনন্দের প্রতিক্রিয়া হচ্ছে, তা নয়। শেষ পর্যন্ত গাড়িটি পাবেন কি না, এ সংশয়ের দোলাচলে চলতে থাকে বজলুর রহমানের জীবন।

এই বজলুর রহমান ও সেলিম উঠে এসেছেন ইশতিয়াক আহমেদের ‘সাদা প্রাইভেট’ উপন্যাস থেকে। উপন্যাসটি নিয়ে টেলিফিল্ম বানিয়েছেন আশিকুর রহমান। এতে বজলুর রহমান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আর সেলিম চরিত্রে জিয়াউল হক পলাশ। ফারহানা মিঠু, ইরফান সাজ্জাদ, মৌসুমী হামিদ, রুকাইয়া জাহান চমক—সবাইকে নিয়ে একটি পারিবারিক গল্প বানিয়েছেন আশিকুর রহমান।

বছরখানেক আগে তারিক আনাম খানকে নিয়ে ‘যদি আমি না থাকি’ বানিয়েছিলেন আশিক। টেলিফিল্মটি বেশ সাড়া ফেলেছিল। নির্মাতা জানিয়েছেন, ‘সাদা প্রাইভেট’ প্রযোজনা করেছে বঙ্গ। টেলিফিল্মটি প্রচার করা হবে এবারের ঈদ অনুষ্ঠানমালায়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন