হোম > ছাপা সংস্করণ

সঞ্চয়ের টাকা কর্মচারীর পকেটে

সুমেল সারাফাত, মোংলা (বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের টাকা আদায় করা হয়। তবে কার্যালয়ে তা জমা হচ্ছে না। ব্যাংকটির উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা মিলেমিশে গ্রাহকের টাকা আত্মসাৎ করছেন-এমনটাই অভিযোগ গ্রাহকদের।

মোংলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়ন ও পৌরসভার বেশির ভাগ গ্রাহকের একই অভিযোগ।

তাঁদের মধ্যে যাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানিয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। শাখা ব্যবস্থাপক বলছেন, মোংলা উপজেলায় ১৭০টি সমিতিতে প্রায় ৮ হাজার সদস্য রয়েছেন। সব সময় সঠিকভাবে তদারক করা সম্ভব নয়।

অনুসন্ধানে জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে মাঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিপ্লব মজুমদার। তিনি সদস্যদের কাছ থেকে বিনা রসিদে টাকা আদায় করেন। কিন্তু গ্রাহকের পাস বইয়ে সেই কিস্তি আদায়ের তথ্য লেখেননি। এমনকি বইগুলো তিনি নিজের কাছে তিন বছর পর্যন্ত আটকে রাখেন। সম্প্রতি এ বিষয়ে প্রতিকার চেয়ে ইউএনওর কাছে ৯ জন গ্রাহক লিখিত আবেদন করেন। পরে কিছু টাকা জমা করেন মাঠ সহকারী বিপ্লব মজুমদার।

লিখিত অভিযোগের বাইরে এই ইউনিয়নের আরও কয়েকজন সদস্য জানান, তাঁরা টাকা জমা দিলেও মাঠ সহকারী বিপ্লব মজুমদার টাকা অফিসে জমা করেননি। এ বিষয় শাখা ব্যবস্থাপককে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।

এমন অভিযোগ রয়েছে চিলা, সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই ইউনিয়ন ও পৌর এলাকার গ্রাহকদের। এসব ইউনিয়নের গ্রাহকেরা ব্যাংকের মোংলা শাখায় অভিযোগ করে কোনো ফল পাননি। পরে ইউএনওর কাছে অভিযোগ করা হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এদিকে গত বৃহস্পতিবার ২৫ জন গ্রাহক মোংলা কার্যালয়ে এসে শাখা ব্যবস্থাপকের কাছে অভিযোগ জমা দেন।

গ্রাহক মো. হালিম বলেন, ‘২১ হাজার টাকা ঋণ নিই। সেই টাকা পরিশোধও করেছি। কিন্তু অফিসে তা জমা হয়নি। আবার এখন পাস বইও ফেরত পাচ্ছি না।’

পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহক শেফালী গোলদার বলেন, ‘আমি ১০ হাজার টাকা ঋণ নিই। পরে মাঠকর্মীরা সঞ্চয় ও ঋণের কিস্তির টাকা নিলেও তা পাস বইতে তোলেনি।’

আরেক গ্রাহক সুদীপ মণ্ডল বলেন, ‘কিস্তির টাকা জমা দিয়েছি, কিন্তু তা পাস বইতে তোলে না। একবার পাস বই নিয়ে গেছে, এখনো পাইনি।’

পল্লী সঞ্চয় ব্যাংকের মোংলা শাখার ব্যবস্থাপক সুজিত কুমার রায় বলেন, ‘সুন্দরবন ইউনিয়ন ও চাঁদপাই ইউনিয়নে কিছু সমস্যা রয়েছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।

উপজেলায় ১৭০টি সমিতিতে প্রায় ৮ হাজার সদস্য রয়েছেন। সব সময় সঠিকভাবে তদারক করা সম্ভব হয় না।’

মোংলার ইউএনও দিপংকর দাশ বলেন, ‘পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমার দপ্তরে লিখিতভাবে জানাতে শাখা ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে কাউকে সুযোগ দেওয়া হবে না।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন