সিলেট সংবাদদাতা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। এ লক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন অনুষদের শ্রেণি কক্ষে মাস্ক বিতরণ করেছে প্রক্টরিয়াল বডি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছি আমরা। শিক্ষার্থীদের অনুরোধ করেছি শ্রেণি কক্ষ, পরীক্ষা হল, ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টে অবস্থানকালে সর্বোপরি সর্বদা মাস্ক পরিধান করে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।’
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর আমিনুর রশীদ, মো. রাফাত-আল-ফয়সাল ও জাহের আহমেদ।