ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের ৬৫ তম ব্যাচের মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেশ সেরা খেতাব অর্জনকারী উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে কর্মশালা হয়।
এসডিজি অর্জন, অংশীদারত্বে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ অনুষ্ঠান হয়। কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম, বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী শেখ, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সহকারী গবেষণা কর্মকর্তা মতি আহম্মেদ, কোর্স সমন্বয়কারী আবু এখতিয়ার হাসেমী প্রমুখ আলোচনা করেন।
কর্মশালায় ১৫টি জেলা থেকে আগত ৪০ জন ইউনিয়ন পরিষদ সচিব, বেতাগা ইউপি সদস্যবৃন্দ ও স্ট্যান্ডিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।