হোম > ছাপা সংস্করণ

যশোরে আজ কেন্দ্রে গেলেই মিলবে টিকা

যশোর প্রতিনিধি

যশোরে করোনার টিকাদান কেন্দ্রে গেলেই টিকা দেওয়া হবে আজ শনিবার। এ জন্য জেলায় আজ ৮৩৭টি টিকাদান কেন্দ্র খোলা রয়েছে।

আর সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন ৪ হাজার ১৮৫ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী। যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘আমাদের লক্ষ্য জেলার ন্যূনতম ৭০ ভাগ মানুষকে প্রথম ডোজ টিকার আওতায় আনা। সে হিসেবে শেষ দিনকে সামনে রেখে যশোরের মোট আটটি উপজেলার ৯৩ ইউনিয়নের ৮৩৭টি ওয়ার্ডেই একটি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি কেন্দ্রে আমরা অন্তত ৩০০ জনকে প্রথম ডোজ টিকা দেওয়ার টার্গেট করছি। আর তা হলে এদিনে মোট ২ লাখ ৫১ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হবে।’

ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, টিকাদান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি কেন্দ্রে ২ জন করে স্বাস্থ্যকর্মী এবং ৩ জন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। সে হিসেবে জেলায় ১ হাজার ৬৭৪ জন স্বাস্থ্যকর্মী এবং ২ হাজার ৫১১ জন স্বেচ্ছাসেবী আগ্রহীদের টিকা প্রদান করবেন। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত আগ্রহীরা টিকা নিতে পারবেন।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘আগের থেকে বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে। তাঁরা টিকা নিতেও আসছেন। গত এক সপ্তাহে আমরা দেখেছি জেলার প্রায় ১০ ভাগ মানুষ টিকা নিয়েছেন। অর্থাৎ বিভিন্ন কারণে যারা আগে টিকা নিতে পারেননি, তাঁরা শেষ সময়ে হলেও টিকা নিয়েছেন।’

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী স্থানীয় ও ভ্রাম্যমাণ অধিবাসীসহ যশোরে টিকা পাওয়ার যোগ্য মানুষ রয়েছেন ৩৩ লাখ ১৬ হাজার ৬৩০ জন। এর মধ্যে বুধবার পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ২১ লাখ ৮৭ হাজার ২৭৩ জন। আর ৩টি ডোজ মিলিয়ে টিকা দেওয়া হয়েছে ৩৯ লাখ ২৫ হাজার ৪৩০ জনকে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন