হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী অফিস ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নৌকা ও দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকের বিরুদ্ধে নির্বাচনী অফিস পোড়ানো, ভাঙচুর ও মাইক ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিকের (আনারস) কর্মী-সমর্থকদের ওপর হামলা, অফিস, হ্যান্ড ও প্রচার মাইক ভাঙচুর এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক শেখের (মোটরসাইকেল) নির্বাচনী অফিস ভাঙচুরসহ কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিলনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

গত শনিবার সন্ধ্যার পর ইউনিয়নের রহিমপুর সরকার পাড়া ও কালিচরণপুরে স্বতন্ত্র প্রার্থী বক্করের কর্মী-সমর্থদের ওপর হামলা ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। রাত ৭টার দিকে কালিচরণপুর এলাকায় তাঁর নির্বাচনী অফিস ভাঙচুর ও আরমান নামে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে ইউনিয়নের কল্যাণপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের নির্বাচনী অফিস নৌকা প্রতীকের কর্মীরা ভাঙচুর করে বলে অভিযোগ। এ সময় রফিক খান (৫২) ও তাঁর ছেলে সামাদ খানকে (২৪) মারধরের করা হয়।

এ ছাড়া ওই দিন সন্ধ্যার দিকে ইউনিয়নের রহিমপুর সরকারপাড়া এলাকায় নৌকার কর্মী-সমর্থকেরা আনারস প্রতীকের প্রচার চালানোর সময় আনারসের কর্মীদের ওপর হামলা করে তাঁদের হ্যান্ড মাইক ভাঙচুর করে বলে অভিযোগ।

এ সময় পাশে থাকা বাড়ির লোকজন ওই দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে ওই বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় ফজলু শেখ (৮০) নামের এক বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে গত শুক্রবার রাতের কোনো এক সময় আলাদপুর ঢুলীপাড়ায় নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কর সিদ্দিকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করছে। শনিবার সন্ধ্যার পর রহিমপুর ও কালিচরণপুরে তাঁর কর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করেছে এরশাদ, খলিল, মিঠু, মিজান, শাওনসহ অজ্ঞাতরা। এতে ভোটের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিকার চেয়ে তিনি নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ করবেন।

নৌকার প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিলন বলেন, সারা ইউনিয়নে তাঁর পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এতে উত্তেজিত হয়ে কেউ কিছু করলেও করতে পারে। তবে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তা ছাড়া তাঁর নির্বাচনী অফিস আনারসের লোকজন পুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, এ বিষয়ে আলীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুহাম্মদ বজলুর রশিদ মিলন একটি অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন