কামরুজ্জামান রাজু, কেশবপুর
কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখো হনুমানের খাদ্যের ব্যবস্থা করতে বেগুন চাষ করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলা পরিষদ চত্বরে ৩ শতক জমিতে এ বেগুন আবাদ করা হয়।
প্রথমবারের মতো আবাদ করা খেতের বেগুন তুলে গত মঙ্গলবার পরিষদ এলাকায় বিচরণ করা হনুমানদের খাওয়ানো হয়। দীর্ঘদিন পর কলা-রুটির পাশাপাশি টাটকা বেগুন পেয়ে হনুমান দল আনন্দে লাফালাফি করতে থাকে।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক শ বছর ধরে কেশবপুর সদর ও পাশের ১০ থেকে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৪০০ বিরল প্রজাতির কালোমুখো হনুমান বাস করছে। বর্তমানে উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল, পাইলট স্কুল এলাকা, ভোগতীনরেন্দ্রপুর, মধ্যকুল, রামচন্দ্রপুর, ব্রহ্মকাটিসহ ১২টি এলাকায় তাদের বিচরণ রয়েছে।
বন বিভাগ থেকে বর্তমানে প্রতিদিন হনুমানের জন্য ৫৪ কেজি কলা, ৮ কেজি বাদাম ও ৬ কেজি পাউরুটি দেওয়া হয়। তবে এত সংখ্যক হনুমানের বিপরীতে ওই খাবার সবার মাঝে পৌঁছায় না। এ জন্য চলতি মৌসুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এডিপির অর্থায়নে হনুমান রক্ষায় বেগুনের আবাদ করার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা চত্বরের ভেতর ৩ শতক জমিতে হনুমানের খাবারের জন্য রোপণ করা হয় বেগুনের চারা।
গত মঙ্গলবার দুপুরে ওই খেত থেকে প্রথমবার ৬ কেজি টাটকা বেগুন তোলা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন নিজ হাতে পরিষদ এলাকায় বিচরণ করা হনুমানদের খেতে দেন। ৩০ থেকে ৩৫টি হনুমান টাটকা বেগুন খাওয়ার সময় আনন্দে লাফালাফি করতে দেখা যায়। বেগুন খেতে দেওয়ার সময় উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার উপস্থিত ছিলেন।