নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইতিহাসের সত্য কখনো মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। গত শুক্রবার বিকেলে পোস্তারপাড় সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘ইতিহাসকে কখনো কখনো বিকৃতি করে কেউ বিভ্রান্ত করতে চাইলেও ইতিহাস বদলানো যায় না। আমাদের এই বঙ্গে অনেক নেতা স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রামসহ অনেক রক্ত ঝরিয়েছেন। কিন্তু কেউই এতে সফল হননি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতা এনে দিতে পেরেছেন। এই কারণেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এই বাঙালি নেতা যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন বাস্তবায়ন করা গেলেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাব।’
পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মো. শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ।