গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, অন্তর জোমাদ্দার, জীবন জোমাদ্দার, পিয়াস সিকদার ও ফরিদ। তাঁরা সবাই গোপালগঞ্জ জেলা শহরের নবীনবাগ ও এর আশপাশের এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা শীতল চন্দ্র পাল বলেন, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বশেমুরবিপ্রবির এক ছাত্রী। পরের দিন ২৪ রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
এদিকে ধর্ষণের প্রতিবাদে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে এই আন্দোলন স্থগিত করা হয়।
গত বুধবার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আব্দুল্লাহ আল রাজু সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, আংশিক দাবি ইতিমধ্যে পূরণ হওয়ায় এবং অন্যান্য দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আশ্বস্ত করার সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।