নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিল্পকারখানার গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, আগাম ঘোষণা ছাড়া হঠাৎ পেট্রোবাংলার এই সিদ্ধান্তে অনেক কারখানা অসুবিধার মুখে পড়বে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযথভাবে গ্যাস রপ্তানি অব্যাহত রাখা এবং শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ইত্যাদি যাতে সময়মতো পরিশোধ করা যায়, সে ব্যাপারে সহযোগিতার লক্ষ্যে পেট্রোবাংলার বর্ণিত বিজ্ঞপ্তি স্থগিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি।
এর আগে গ্যাস বন্ধ রাখার অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পেট্রোবাংলা। বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান উপলক্ষে ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাহবুবুল আলম বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো মূলত রপ্তানিযোগ্য ও সার্বক্ষণিক উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রোডাকশন প্রসেস প্ল্যান্ট ক্ষেত্র বিশেষে ধাপে ধাপে চালু করতে হয়। একইভাবে ধাপে ধাপে বন্ধ করতে হয়। এর ব্যত্যয় হলে কারখানার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতিষ্ঠানগুলোর রপ্তানি ব্যাহত হয়।
চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম আরও বলেন, ‘সরকার দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি বৃদ্ধিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে বিদেশ থেকে এলএনজি আমদানি করে দেশের চাহিদা পূরণ করছে। এ অবস্থায় শিল্প কারখানায় গ্যাস রেশনিং অর্থনৈতিক কর্মকাণ্ডের পুনরুদ্ধার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে। যা আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কোনো অবস্থাতেই কাম্য হতে পারে না।