নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতর থেকে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। নলডাঙ্গা থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।
ওই শিক্ষকের নাম আজিজুল হক। তিনি উপজেলার আঁচড়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নলডাঙ্গা থানা-পুলিশ জানায়, গতকাল উপজেলা পরিষদ অস্থায়ী কার্যালয়ের ভেতরে মোটরসাইকেল রেখে শিক্ষক আজিজুল বাইরে যান। এ সময় কালো রঙের মোটরসাইকেলটি চুরি হয়। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে সেটি না পেয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইউএনওর কার্যালয়ে কোনো সিসি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে চুরির বিষয়টি জানা যায়নি। তবে মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে।