মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় মেয়ের সঙ্গে ঝগড়া হওয়ার জেরে মেয়ের বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে জামাই ও বেয়াইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা হাবিব মোল্লার ছেলে মাসুম বিল্লাহর (৩২) সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় একই এলাকার আশ্রাব আলীর (৫০) মেয়ে মালা বেগমের (২৭)। সোমবার বিকেল ৪টার দিকে মালা ও মাসুমের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে মালা বাবার বাড়ি গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালার বাবা ও ভাই মাসুমের বাড়ি গিয়ে মাসুম ও শ্বশুর হাবিবকে কুপিয়ে জখম করেন। মাসুম ও হাবিবের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানা মোরশেদ।
মোংলা থানার উপপরিদর্শক জুয়েল শেখ বলেন, জয়মনিরঘোল এলাকার ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।