হোম > ছাপা সংস্করণ

বাড়ছে নারী সার্জারি ওয়ার্ড

সিলেট সংবাদদাতা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নারী সার্জারি ওয়ার্ড বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি গতকাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।

ডা. আবুল বাসার হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখতে পান শয্যা সংকটের কারণে শীতের মধ্যে নারী রোগীরা মেঝেতে পড়ে আছেন। এ অবস্থা দেখে তিনি আরেকটি নারী সার্জারি ওয়ায় করার নির্দেশ দেন।

ওসমানী হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর এত চাপ। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচণ্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালক সাহেবকে বলেছি, হাসপাতালের ওষুধের স্টোর থেকে ওষুধ সরিয়ে সেখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করার জন্য। দুটি ওয়ার্ড হলে রোগীদের অমানবিকভাবে রাখতে হবে না এবং বেশি সংখ্যক রোগীকে সেবা প্রধান করা সম্ভব হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাব। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধি-নিষেধ বলবৎ থাকবে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন