ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে ডুবে সানজিদ শেখ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদ শেখ উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাখানা গ্রামের সুজন শেখের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের কোনো এক সময় শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির লোকজন তাকে বাড়িসংলগ্ন পুকুরে অর্ধডুবন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।