হোম > ছাপা সংস্করণ

ভাঙনঝুঁকিতে বাজার বিদ্যালয়-হাসপাতাল

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর ভাঙনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি আবাসন প্রকল্প চরম ঝুঁকিতে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেল খনন করে সচল করা হয়। ওই ক্যানেলের অন্যতম শাখা নদী দাউদখালীও খনন করা হয়। দাউদখালী নদী খননের পরে এর পানি প্রবাহ বৃদ্ধি পায়। এতে ভাঙন দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, নদীটি ডিপিপির নকশা অনুযায়ী না করে অপরিকল্পিতভাবে খনন করা হয়েছে। এতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ফয়লাহাটের পূর্ব পাশে পারগোবিন্দপুরে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটির একটি পাকা ঘর নদীতে ভেঙে যাচ্ছে। বাজারটিও রয়েছে ঝুঁকিতে। ওই বাজারের পূর্ব পাশের চিংড়ি পোনার আড়তের কয়েকটি ঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনে মাছের বাজারটিও বিলিয়ন হওয়ার আশঙ্কা করছেন চিংড়ি পোনা আড়তের সভাপতি কাজী রাশেদুল ইসলাম ডালিম।

হুমকিতে পড়েছে কয়েকটি বসতঘরও। এ ছাড়া ঝনঝনিয়া বাজারের দোকানঘর ও বাজারের বড় একটি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। পাশের স্বাস্থ্য কমপ্লেক্সের ও বেশ কিছু জায়গা ইতিমধ্যে নদীতে চলে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরটি নদীতে চলে গেছে অনেক আগেই। দক্ষিণ পাশের সরকারি রাস্তার একটি অংশ নদীতে বিলীন হওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, এখনই ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটিও ঝুঁকিতে পড়বে। এ জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ বলেন, ‘ডিপিপির নকশা অনুযায়ী নদী খনন না করায় এবং নদীর মধ্যে আবাসন প্রকল্পসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করায় নদীটিকে শেষ করে ফেলা হয়েছে। হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে রায় দেওয়ার পরও সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ও বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানিয়েছেন। খুব শিগগিরই সকল সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা করেন তিনি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন