রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে গাড়ির ধাক্কায় কৃষক দলের সভাপতি খলিলুর রহমান (৬৭) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান বাঙাল হালিয়া ইউনিয়নের মৃত আব্বসা আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পর বাড়ি ফিরে আসেন তিনি। সকালে গাড়ি থেকে নেমে সামনের রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে খলিলুর রহমান গুরুতর আহত হন তিনি।
আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে তাঁকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের নেওয়ার পরামর্শ দেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বাঙাল হালিয়া ইউনিয়নের মৃত আব্বসা আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা এ ঘটনা নিশ্চিত করে বলেন, গাড়ি চাপা দেওয়ার ঘটনা জানা গেছে।