মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় গত রোববার গভীর রাতে ২ হাজার ৭৬০ লিটার চোরাই ডিজেলসহ মো. হাফিজুর মোল্লা (২২) নামে এক যুবককে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের সদস্যরা। এ সময় একটি ট্রলারও জব্দ করে কোস্টগার্ড। আটক ব্যক্তি চোরাকারবারি বলে জানায় কোস্টগার্ড। আটক ব্যক্তি, তেল ও ট্রলার গতকাল সোমবার সকালে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চল সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম বলেন, রোববার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা ও হারবাড়িয়ার দুটি টহল দল পশুর নদীর হারবাড়িয়াসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাশিয়া গ্রামের মো. হাফিজুর মোল্লাকে আটক করে কোস্টগার্ড। সোমবার সকালে তেলসহ তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে কোস্টগার্ড ব্যারেল বোঝাই ২ হাজার ৭৬০ লিটার ডিজেল ও চোরাকারবারিকে মোংলা থানায় হস্তান্তর করেছে। আটক চোরাকারবারিকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।