হোম > ছাপা সংস্করণ

টিকা না দিয়েই ফিরে গেছে চিকিৎসক দল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরের দুবলারচরে কয়েক হাজার জেলেকে টিকা না দিয়ে ফিরে গেছে স্বাস্থ্য বিভাগের করোনার টিকা কর্মসূচির চিকিৎসক দল। পাঁচ হাজার মৎস্যজীবীকে টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁরা ফিরে গেছেন।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, গত মঙ্গল ও বুধবার দুবলার আলোরকোলের পাঁচ হাজার জেলেকে টিকা দেওয়া হয়েছে। আলোরকোলের অনেক জেলে বাড়ি চলে যাওয়ায় তাঁদের টিকা দেওয়া সম্ভব হয়নি।

জেলেপল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, দুবলার নারিকেলবাড়ীয়া, শ্যালারচর ও মাঝেরকেল্লার কয়েক হাজার জেলেকে টিকা না দিয়ে চিকিৎসক দল বৃহস্পতিবার সকালে ফিরে গেছেন। দুবলা অঞ্চলে প্রায় ১২ হাজার জেলে অবস্থান করে থাকে বলে ওই কর্মকর্তা জানান।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, করোনার এক ডোজের জনসন অ্যান্ড জনসনের টিকা আলোরকোলের পাঁচ হাজার ২৪২ জনকে দেওয়া হয়েছে। ঢাকা থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে অন্য জেলেদের পরে টিকা দেওয়া হবে বলে তিনি জানান।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন